ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৬

প্রতিবেদক
-
জুন ২৩, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ফেনসিডিল ও গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযানটি চালায় র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র্যা ব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের দলটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় নাটালের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় ৪৮ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের ধন মিয়ার ছেলে শাহিন মিয়া (২৩), একই গ্রামের দুলাল মিয়ার ছেলে শামসুল আলম (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সুহিলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিয়ান (২০), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে জাহিদ মিয়া (২৫), একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মর্তুজ উল্লাহর ছেলে শফিক উল্লাহ (২৪) ও হবিগঞ্জ জেলা সদরের ডুমরা গ্রামের শমসু উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৩৫)।

র্যা বের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার ছয়জনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন