পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া জবা সিআইজি মৎস্য সমবায় সমিতি লিমিটেডকে পিকআপ প্রদান করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অঙ্গ এর আওতায় পিকআপ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিআইজি মৎস্য সমবায় সমিতির সভাপতি আবদুল হান্নানের হাতে পিকআপের চাবি তুলে দেন।
জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পালের সভাপিতত্বে এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, সমবায় কর্মকর্তা শাহানা আক্তারসহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন
Post Views: ৯