মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে বন্যাপ্লাবিত এলাকা ও আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও গর্ভবতী মহিলাদের মাঝে ওষুধ বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মিঠামইন উপজেলার বিভিন্ন ইউনিয়নে এগুলো বিতরণ করা হয়।
মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের বাসিন্দা রেহেনা বেগম বলেন, বন্যার পানিতে বাড়িঘরে পানি উঠে গেছে। গবাদিপশু আর ঘরের মালামাল নিয়ে স্কুলে উঠেছি। কয়েকদিন ধরে খুব খারাপ অবস্থায় আছি। আজকে এমপি সাহেব এসে আমাদের খোঁজ খবর নিয়েছেন। তিনি আমাদেরকে খাদ্যসামগ্রিও দিয়েছেন।
কাটখাল ইউনিয়নের বাসিন্দা শামসুন্নাহার আক্তার বলেন, বন্যার কারণে পরিবারের সবাইকে নিয়ে ইস্কুলে উঠছি। ঘরে খাবার নেই। এমপি সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন। তিনি আমাদেরকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর ওষুধ দিয়ে গেছেন।
প্রত্যেককে ১৫ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ২৫০ গ্রাম মরিচের গুড়া দেওয়া হয়।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, সরকার বন্যা মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে। পর্যাপ্ত ত্রাণসামগ্রি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ কেউ না খেয়ে থাকবেনা।
এ সময় উপস্থিত ছিলেন মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক একেএম মাঈনউদ্দিন খন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ পাভেল প্রমুখ।