নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে শহরের বত্রিশ এলাকার একটি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন জেলা কমিটির সহ সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান। জেলা কমিটির সদস্য মো. হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী, জেলা কমিটির সহ সভাপতি অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম অপু, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুল কবীর ও অর্থ সম্পাদক এডভোকেট আবু তালেব আমান।
সম্মেলনে মো. হোসেন আলীকে সভাপতি, মনীষ চৌকান, গুরুদাস সেন লিটন ও নূরখান রিমনকে সহ সভাপতি, এডভোকেট আল আমিনকে সাধারণ সম্পাদক, এডভোকেট দিদারুল ইসলামকে সহ সাধারণ সম্পাদক, ফাইজুল ইসলাম রিপনকে সাংগঠনিক সম্পাদক, অর্নব ফারুকীকে প্রচার সম্পাদক, সুমন হরিজনকে দপ্তর সম্পাদক, বিপ্লব সরকারকে অর্থ সম্পাদক, বন্যা সরকারকে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক করে সদর উপজেলা কমিট গঠন করা হয়।