ঢাকাTuesday , 28 June 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে পিটিয়ে মেছো বাঘ হত্যা

প্রতিবেদক
-
June 28, 2022 7:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলীতে একটি মেছো বাঘ পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের মাস্টারবাড়িতে ঘটনাটি ঘটে।

দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাড়কান্দা গ্রামের মো. কাউসার হোসেন জানান, আজ দুপুরে মাস্টারবাড়ির গোয়াল ঘরে এই প্রানীটিকে দেখতে পান তারা। প্রানীটিকে দেখেই তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, তখন গ্রামের বাসিন্দারা মিলে প্রানীটিকে ধাওয়া করলে গোয়ালঘর থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাহিরে যারা ছিল তারা সবাই মিলে প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলে।

এই প্রাণীটি মানুষের ক্ষতি করতে পারে ভেবেই এটিকে মেরে ফেলা হয়েছে বলে এলাকাবাসী জানান।

এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান জানান, বিভিন্ন দিকে বন্যার কারণে প্রাণীটি হয়তো মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এই প্রাণিটিকে এভাবে হত্যা করা তাদের ঠিক হয়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ফরেস্ট রেঞ্জার, মো. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, মেছো বাঘ মূলত নিরীহ প্রাণী। মানুষ দেখলেই ভয়ে দৌড় দেয়। এই প্রাণী মানুষের কোন ক্ষতি করে না। এরা ইঁদুর, ছোট ছোট সাপ ও মাছ খায়। বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে তাই এগুলো লোকালয়ে আশ্রয় নিয়েছিল। প্রাণীটিকে যে বা যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমি আমার অফিস থেকে সেখানে লোক পাঠাবো। আপনার সংগ্রহে যে তথ্যগুলো আছে সেগুলো আমাকে দিয়ে রাখেন। এই প্রাণীটিকে যারা হত্যা করেছে তাদের ১ বছরের জেলসহ ১ লাখ টাকা অর্থদণ্ড হতে পারে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন