ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীনগর হাইস্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল বাশার।
অনুষ্ঠানে স্থানীয় ঠিকাদার ভৈরব পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সেলিম মিয়ার নেতৃত্বে দলটির অন্তত দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। এ সময় ঠিকাদার সেলিম মিয়া ফুল দিয়ে নাজমুল হাসান পাপনকে শুভেচ্ছা জানান।
এর আগে সকালে উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রি বিতরণ করেন এমপি পাপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজ, পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা প্রমুখ।