নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ৬২৭ টাকা ৭১ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র পারভেজ মিয়া।
বাজেটে রাজস্ব খাতে ট্যাক্স থেকে ২০ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ৬৩৭ টাকা ৫৪ পয়সা, পানি সরবরাহ খাত থেকে ৪ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৬৫০ টাকা, উন্নয়ন অনুদান ৫ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৭৬৮ টাকা ৫১ পয়সা, প্রকল্প থেকে ৬০ কোটি ১২ লাখ ২৫ হাজার ৭১ টাকা ৬৬ পয়সা, মূলধন আয় ১ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে।
এ সময় কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন