নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ১৮০০ পিস ইয়াবাসহ ওসমান গণি (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকালে কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, ওসমান গণি কক্সবাজারের উখিয়া থেকে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ জানতে পেরে র্যাব গোয়েন্দা নজরদারী চালায় এবং এর সত্যতা পায়।
এরই পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওসমান গণিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেট। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১২ নং ইস্ট ব্লক ই রিফিউজি ক্যাম্পের বাসিন্দা। মিয়ানমারের নাগরিক মৃত আলী আহম্মেদ এর ছেলে তিনি।
র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।