পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২২–২৩ অর্থ বছরের জন্য ১৬ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ।
এ অর্থ বছরের বাজেটে পৌরসভার প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১৬ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার টাকা। উন্নয়ন খাতে ১৬ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা। বছর শেষে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪১ হাজার ৩১ টাকা।
এ সময় পাকুন্দিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন