নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ, হাঙ্গার প্রজেক্ট ও সাজিদা ফাউন্ডেশনের সহযোগিতায় ভলান্টিয়ার অপর্চুনিটিজ আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরের একটি হোটেলে ওরিয়েন্টেশনের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার কিশোরগঞ্জ ব্যুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলু। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিকেল বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল বাশার ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।
ভলান্টিয়ার অপর্চুনিটিজ এর ডিস্ট্রিক্ট লিড তরিফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স উজ্জ্বল মিয়া, সানজিদা আক্তার সুমী, সদর উপজেলার সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আয়াতুল্লাহ, জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রিপন সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে করোনা সংক্রমণের হার আবারও বেড়ে চলেছে। এর মূল কারণ জনগণের সচেতনতার অভাব এবং এ বিষয়ে অবহেলা। করোনা মোকাবিলায় প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভলান্টিয়ার অপর্চুনিটিজ এর ডেপুটি ডিস্ট্রিক লিড শুভ্র বণিক প্রান্ত। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।