নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ৪০০ পিস ইয়াবাসহ জলিল মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার বিকালে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী নেত্রকোণাসহ আশেপাশের জেলাগুলোতে মাদক দ্রব্য বিক্রি করে আসছেন। গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতাও পাওয়া যায়।
এরই পরিপ্রেক্ষিতে র্যাবের দলটি আজ কটিয়াদী উপজেলার দক্ষিণ পূর্বচর পাড়াতলা এলাকায় অভিযান চালিয়ে জলিল মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেট। তিনি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জলিল মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।