নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ছাত্র ইউনিয়নের ২৯ তম জেলা সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় সংসদের সহ সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান বিজয়।
কাউন্সিল অধিবেশনে মিজানুর রহমান বিজয়কে সভাপতি ও অরিজিৎ ধর আনন্দকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আরও রয়েছেন সহ সাধারণ সম্পাদক ফাত্তাহ আমিন চৌধুরী সিয়াম, সাংগঠনিক সম্পাদক প্রবীর সি. সরকার, কোষাধ্যক্ষ জাহিদুল হক তুষার, দপ্তর সম্পাদক রেদোয়ান আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জামিল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান তন্ময়, সাংস্কৃতিক সম্পাদক ফারিন হাসান, সদস্য তুষার শেঠ, অপু সাহা, আদিত্য শেঠ ও নাফিস হাসান।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অপু সাহা।