নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার মিলেছে তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা। আজ শনিবার দিনব্যাপী গণনা শেষে এ তথ্য পাওয়া গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নগদ টাকা ছাড়াও স্বর্ণালংকার ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।
এবার তিন মাস ২০ দিন পর খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। আজ শনিবার সকাল ৯টা থেকে গণনা শুরু হয়ে চলে বিকাল সোয়া ৬ টা পর্যন্ত।
গণনায় অংশ নেন ১৯৬ জন কর্মী। তাদের মধ্যে পাগলা মসজিদ পরিচালিত নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১১২ জন ছাত্র, পাগলা মসজিদ ও মাদ্রাসার ৩৪ জন কর্মচারী ও রূপালী ব্যাংকের ৫০ জন কর্মকর্তা–কর্মচারী।
প্রথমে ৮টি সিন্দুকের টাকা ১৬টি বড় বস্তায় ভরা হয়। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফার তত্বাবধানে দানবাক্সগুলো খোলা হয়। পাগলা মসজিদ পরিচালনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা গণনা তদারকি করেন।
এর আগে গত ১২ মার্চ দানবাক্স খোলা হয়েছিল। তখন ৩ কোটি ৭৮ লক্ষ ৫৩ হাজার ২৯৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। গতবারের তুলনায় এবার ১৮ লক্ষ ২২ হাজার ৮৮০ টাকা কম পাওয়া গেছে।