করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: শিক্ষক হত্যা ও দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
করিমগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে আজ শনিবার বিকালে এ কর্মসূচির আয়োজন করে।
উদীচী শিল্পীগোষ্ঠী করিমগঞ্জ সংসদের সভাপতি ধ্রুব সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাবেক সভাপতি এনামুল হক ইদ্রিস।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম , করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক–কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শামসুজ্জামান আখন্দ, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর উদ্দিন মিলকী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, কবি মাহাবুব আলম মাইকেল, সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদ, সুরজিত সরকার মানিক, আবু সুফিয়ান, গোলাম মোহাম্মদ সুজন, বুলবুল ইসলাম, এবি সিদ্দিক, আবুল বাশার, আবু হানিফ, মো. সেলিম, ওয়াসিম আকরাম, অজিত সূত্রধর, জাহাঙ্গীর কবির পলাশ, আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদীচীর সহ–সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব।
বক্তাগণ শিক্ষকদের নির্যাতন–নিপীড়ন, হত্যাসহ বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন থেকে ধর্ম অবমাননার নামে মিথ্যা অজুহাত তুলে শিক্ষকদের ওপর নির্যাতন-নিপীড়ন, অপমান রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।