নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের নগুয়া (বটতলা মোড়) এলাকায় দুদকের অস্থায়ী কার্যালয়টি উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী। দুর্নীতি শতভাগ দমন না হলেও যেন কমে আসে এটাই আমাদের প্রত্যাশা। সারা বিশ্বে দুর্নীতি নির্মূল হয়ে যায়নি। দুর্নীতি এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আমরা যেন সহনীয় পর্যায়ে থাকি।’
তিনি আরও বলেন, আগে ময়মনসিংহ থেকে এসে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হতো। এ কার্যালয়ের মাধ্যমে দুদক সহজে মামলার তদন্ত শেষ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কিশোরগঞ্জে যে মামলাগুলো চলমান রয়েছে, এরই পরিপ্রেক্ষিতে তাদের কর্মকাণ্ড গতিশীল করতে প্রাথমিকভাবে সাতজন কর্মকর্তা নিয়ে এই কার্যালয়ের সূচনা হলো।
কিশোরগঞ্জ জেলা প্রাশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জের উপ-পরিচালক সালাউদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।