হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভর্তুতি মূল্যে টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হোসেনপুর উপজেলায় ১৬ হাজার ৬৬২ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে ৯ হাজার ১৬ জনের মাঝে পণ্য বিক্রি করা হয়েছে।
ধূলজুরী গ্রামের ঝালমুড়ি বিক্রেতা কাঞ্চন মিয়া জানান, সরকার ঈদ উপলক্ষে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য দেওয়ায় আমরা খুবই খুশি।
আজ রবিবার দুপুরে হোসেনপুর পৌর এলাকার কুড়িঘাট সংলগ্ন টিসিবির পণ্য বিতরণের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল প্রমুখ।