ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে অটোরিকশার ধাক্কা, বুকে কাঠের টুকরা ঢুকে প্রাণ গেল ইমামের

প্রতিবেদক
-
জুলাই ৩, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা লরির সাথে ধাক্কা লাগে অটোরিকশার। আর অটোরিকশায় থাকা যাত্রীর বুকে ঢুকে গেল কাঠের টুকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার রাত সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার সাদুল্লারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত উজ্জ্বল মিয়া সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং একই গ্রামের খান বাড়ি জামে মসজিদের ইমাম।

এ ঘটনায় আহত দুইজনের মধ্যে একজনের হলেন অটোরিকশা চালক মো. মোস্তফা (৫০)। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী গ্রামে। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারি ও কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তারা জানান, কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের সাদুল্লারচর এলাকায় রাস্তায় আগে থেকেই একটি কাঁঠবোঝাই নষ্ট লরি রাখা ছিল। রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহের নান্দাইল থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে দাঁড়িয়ে থাকা লরিটিতে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা যাত্রী উজ্জ্বলের বুকে কাঠের টুকরা ঢুকে গেলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তিনি আরও জানান, এ ঘটনায় আহত অটোরিকশাচালক মোস্তফাকে (৫০) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর যাত্রীর নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আপনার মন্তব্য করুন