মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: তিন খুনসহ আট মামলার পলাতক আসামি মো. হারুন মিয়াকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থেকে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জের মিঠামইন থানা পুলিশের একটি দল।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হারুন মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের মৃত পাচু মিয়ার ছেলে।
মিঠামইন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানা পুলিশ জানতে পারে যে, আট মামলার পলাতক আসামি হারুন মিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকায় আত্মগোপন করে আছেন। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মিঠামইন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হারুন মিয়ার বিরুদ্ধে মিঠামইন থানায় তিনটি খুনের মামলা, একটি মারামারি মামলা, ইটনা থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা, ভৈরব থানায় একটি অস্ত্র আইনে মামলা ও পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় দুটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
তিনি পেশাধার অস্ত্রধারী, খুনি ও আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়।
আসামি হারুন মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।