ঢাকাMonday , 4 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক
-
July 4, 2022 5:06 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে চাকুসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাত ৯টার দিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে একটি ছিনতাইকারীচক্র গভীর রাতে ইজিবাইক ছিনতাই, যাত্রাপথে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়াসহ সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করছে। গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতাও পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে মনিপুরঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাবের দলটি।

অভিযানে একটি চাকু ও একটি মোবাইল ফোনসেটসহ গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হলেন বত্রিশ মনিপুরঘাট এলাকার তোতা মিয়ার ছেলে মাসুম মিয়া (২৮), বত্রিশ নতুন পল্লী এলাকার রতন শাহ এর ছেলে শুভ শাহ (২০) ও একই এলাকার রতন বসতের ছেলে দিগন্ত বসত (২১)।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার তিনজনকে ছিনতাইকারী দলের সদস্য হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরমধ্যে আসামি মাসুম মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একাধিক মাদক ও মারামারি সংক্রান্ত মামলা রয়েছে বলেও র‌্যাব জানায়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন