নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং-১৮৯৫) নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল ভবনে শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথবাক্য পাঠ করান মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।
শপথ নেন নব নির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম, কার্যকরী সভাপতি শাহাদাৎ হোসেন মন্টু, সহ-সভাপতি মো. শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা, কোষাধ্যক্ষ মো. আনিছুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন জয়নাল, দপ্তর সম্পাদক মো. খাইরুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাবুল মিয়া, নির্বাহী সদস্য মো. আজিজুল হাকিম, মো. শহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, ও মো. সাইদুর রহমান।
উল্লেখ্য, গত ১৮ জুন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।