ঢাকাFriday , 8 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে হাটে চার লাখ টাকা মূল্যের ষাঁড়ের মৃত্যু, চিকিৎসক না পাওয়ার অভিযোগ

প্রতিবেদক
-
July 8, 2022 1:23 am
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: গরুর হাটে ফিজিয়ান জাতের একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। গরুটির ওজন ছিল প্রায় ৫০০ কেজি, দাম উঠেছিল ৪ লাখ টাকা। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের হোসেনপুর গরুর হাটে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরুর হাটে হঠাৎ স্ট্রোক করে ষাঁড়টি। ষাঁড়ের মালিকসহ স্থানীয়রা বরফ,পানি ও আইসক্রীম দেওয়ার পরেও জ্ঞান ফিরেনি। ষাঁড়টির মৃত্যুর পর মালিকের আহাজারিতে উপস্থিত সকলের চোখই অশ্রুসজল হয়ে পড়ে। উপজেলার পুমদী ইউনিয়নের বড়বাড়ি গ্রামের আল-আমিনের ষাঁড় এটি। আল আমিন অনেক শখ করে প্রায় ২ বছর লালন পালন করে ষাঁড়টিকে বড় করেছেন।

বৃহস্পতিবার বিকালে বিক্রির জন্য ষাঁড়টি হোসেনপুর হাটে নিয়ে যান। হাটে ৪ লাখ টাকা দাম হয় ষাঁড়টির। আরও বেশি দামে বিক্রির অপেক্ষায় ছিলেন তিনি।

দ্বীপেশ্বর গ্রামের রাসেল জানান, গরুটি স্ট্রোক করার পর স্থানীয়রা সবাই মিলে পানি, বরফ দিয়েছি। চিকিৎসক দ্রুত ব্যবস্থা নিলে এমন মৃত্যু হয়তো হত না।

ষাঁড়টির মালিক আল আমিন জানান, হাটে আনার পর তীব্র গরমে গরুটি অসুস্থ হয়ে পরে। হাটে চিকিৎসক খুঁজলেও পাওয়া যায়নি। আমার সব শেষ হয়ে গেছে।

এ ব্যাপারে হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গরুর হাটে আমাদের একটি মেডিকেল টিম ছিল। ষাঁড় অসুস্থ হওয়ার সংবাদ তারা পাননি বলে দাবি করেন এই কর্মকর্তা।

আপনার মন্তব্য করুন