বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নবগঠিত ১১ টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মত বিনিময় করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
আজ শুক্রবার বিকালে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সংসদ সদস্য আফজাল হোসেন ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এ সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় আফজাল হোসেন এমপি বলেন, তৃণমূল পর্যায়ে ছাত্রলীগকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
এ সময় বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আল হাসান উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন