নিউজ একুশে ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী সাইনবোর্ড সাদ্দাম মার্কেট এলাকায় কাপড় শুকাতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে জেসমিন আক্তার রিয়া (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার ঈদেরদিন সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে।
রিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে।
রিয়ার বড় ভাই মো. জিসান গণমাধ্যমকে জানান, সাদ্দাম মার্কেট এলাকায় পাঁচতলা ভবনের চারতলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত ওই কিশোরী। সকালে গোসল শেষে তার ছোট বোন জেসমিন আক্তার রিয়া ভবনের পাঁচতলায় কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য করুন