কটিয়াদ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে” এ স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে ঈদের দিনে অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায়দের মাঝে মাংস বিতরণ করেছেন সমিতির কয়েকজন সদস্য।
আজ রবিবার ঈদের দিন বিকালে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে পঞ্চাশজন অস্বচ্ছল ব্যক্তির মাঝে কোরবানির মাংস বিতরণ করেন তারা।
এ সময় অস্ট্রেলিয়ান দাতব্য সংস্থা ডলার এ ডে’র প্রতিনিধি তরুণ উদ্যোক্তা জেবায়ের মাসুম, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, সমন্বয় পর্ষদ সদস্য হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, সদস্য প্রণয় সাহা শান্ত, কাওসার আহমেদ রানা, ইশফাক আহমেদ সাব্বির, জাকিয়া সুলতানা, আব্দুল্লাহ আবেদীন, শাহরিয়ার আপন, মো. সাজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কোরবানির মাংস পেয়ে বৃদ্ধ ফটিক চাঁন বলেন, এই বয়সে মাইনসের বাইতও যাইতারিনা, গুসও ফাইনা। আনহেরা গুস দিছুইন, অহন আর মাইনসের বাইত যাওন লাগদনা। গুস দেয়া কয়ডা ভাত খাইতারাম।
রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আযহায় অস্বচ্ছল ব্যক্তিদের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা।
এলাকার গরিব মানুষকে ঈদের দিন মাংসের জন্য যেন কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, সেজন্য শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামী দিনে অস্বচ্ছল ব্যক্তিদের জন্য সংগঠনের পক্ষ থেকে কোরবানি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি।