নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ইউনাইটেড হাসপাতাল এন্ড অর্থোপেডিক সেন্টারে নার্স রিমার মৃত্যুর ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হানিফুর রহমান সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোররাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, সোমবার সকাল ৯ টার দিকে ভৈরবের ইউনাইটেড হাসপাতাল থেকে নার্স রিমা প্রামাণিকের (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ তার মৃত্যু রহস্যজনক।
আপনার মন্তব্য করুন