নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মাদ্রাসাশিক্ষককে হত্যাচেষ্টার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে মুহাইমিনকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার রাতে ঘটনার পর তাকে আটক করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও শহরের কাচারী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহে নেওয়া হয়।
সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরির পাশে নিজ বাসার ছাদে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে।
আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ জানান, মাগরিবের নামাজের পর কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, কী কারণে কারা ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় মাওলানা লুৎফুর রহমানের ছেলে মুহাইমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মুহাইমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. দাউদ।