নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে নিকলী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় নিকলী সদর ইউনিয়ন একাদশ বনাম সিংপুর ইউনিয়ন একাদশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, জেলা ছাত্র লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খাঁন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী মামুন।
নিকলী উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া।
খেলায় নিকলী সদর ইউনিয়ন একাদশ সিংপুর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।