মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে পরিবারের সাথে বেড়াতে গিয়ে হাওরে গোসল করতে নেমে তানজিব সারোয়ার হিমেল (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
বুধবার সন্ধ্যার আগে উপজেলার হাসনপুর সেতুর নিচে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ হিমেলের মামা ওমি হুমায়ুন জানান, বুধবার বিকালে হিমেল ও তার পরিবারের ১৫-২০ জন সদস্য জেলার করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে ভাড়া করা ট্রলারে করে মিঠামইন হাওরে ঘুরতে যান। সন্ধ্যা ৬টার দিকে মিঠামইনের হাসনপুর সেতুর কাছে ট্রলার থেকে নেমে গোসল করতে নামেন হিমেল ও তার দুই বন্ধু। পরে দুই বন্ধু পাড়ে উঠলেও পানির প্রবল স্রোতে ভেসে যান হিমেল। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজের পরিবারের সদস্যদের মাধ্যমে রাত ১১ টার দিকে খবর পান তিনি। বৃহস্পতিবার ভোরে উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।