করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের উত্তর বিলপাড়া গ্রামে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে পানিতে ডুবে মাসুদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মাসুদ কিরাটন উত্তর বিলপাড়া গ্রামের আয়েত আলীর ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাসুল মিয়ার পুকুরে গোসল করতে যায় মাসুদ। এক পর্যায়ে সবার অজান্তে ডুবে যায় সে। সাথে থাকা বন্ধুরা তাকে দেখতে না পেয়ে পানিতে খুঁজতে থাকে। পরে সাকিব নামের এক বন্ধুর পায়ে লাগলে অন্যদের সহযোগিতায় মৃত অবস্থায় তাকে পাড়ে তোলা হয়।
স্থানীয় সঞ্জু মেম্বার জানান, মাসুদ বাকপ্রতিবন্ধী ও সাঁতার কাটতে জানতোনা।
আপনার মন্তব্য করুন