ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদকারী যুবককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
-
জুলাই ১৬, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইমরানুল হক (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে সর্বস্থরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আহত ইমরানুল হকের চাচাতো ভাই গোলাম মোস্তফা, আহসান হাবীব, ছাত্রলীগ নেতা আরিফুল হক প্রমুখ। বক্তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের কন্দরপদি (ভূইয়াবাড়ি) গ্রামের নিজ বাড়িতে আসেন ইমরানুল হক ও তার পরিবার। ঈদের পরেরদিন ১১ জুলাই বিকালে স্ত্রী ও বোনকে নিয়ে নবাগিয়া বিলের পাশে নয়াপাড়া-কন্দরপদি নতুন রাস্তায় ঘুরতে গিয়ে বখাটে ও কিশোর গ্যাং কর্তৃক ইভটিজিংয়ের শিকার হন ইমরানুল হকের স্ত্রী ও বোন। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন প্রতিবাদকারী ইমরানুল হক ও তার চাচাত ভাই মহসিন ভূইয়া মিন্টু। বক্তারা এ বর্বর হামলা ও কুপিয়ে জখম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, হামলা ও মারপিটের ঘটনায় জড়িত কন্দরপদি গ্রামের নূরুল ইসলামের ছেলে সুবল (২০) নামে একজনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকে খুব দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

হামলার ঘটনায় আহত ইমরানুল হকের পিতা আজহারুল হক ভূঞা বাদী হয়ে ওইদিন রাতেই সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য করুন