নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল ইসলাম জেলা শহরের গাইটাল নামাপাড়া এলাকার ইন্তু মিয়ার ছেলে।
জানা গেছে, গত বছরের ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালের দিনে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি ছিলেন সাইফুল। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কালিবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি সাইফুল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মন্তব্য করুন