নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশে বাঁশঝাড় থেকে আমির হোসেন (৬৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
শনিবার সকালের দিকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। আমির হোসেন উপজেলার আচারগাঁও গ্রামের মৃত অহর উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুর রহমান জানান, শনিবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওই বৃদ্ধের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, বৃদ্ধ আমির হোসেনের মানসিক সমস্যা ছিল। প্রায়ই তিনি নিখোঁজ হয়ে যেতেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য করুন