নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা এবং ঘটনাটি স্থানীয় মাতব্বররা টাকার বিনিময়ে শালিসে ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী নিরীহ পরিবারটি মাতব্বরদের ভয়ে থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছেনা।
ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া পূর্বপাড়া গ্রামের।
ভূক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালের দিকে শিশুটি নিজ বাড়িতে তার মায়ের পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশি মঞ্জিল মিয়া ফকিরের ছেলে শরীফ মিয়া (৫০) শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে পাশের কলাগাছের নিচে নিয়ে শিশুটির জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। কিছুক্ষণ পর তার মা বিষয়টি দেখে ফেললে শরীফ পালিয়ে যায়।
পরে ঘটনাটি শিশুটির পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রভাবশালী আজিজুর রহমান খান সংগ্রাম ও ইউপি মেম্বার ইসমাইল হোসেনকে জানালে তারা থানায় যেতে নিষেধ করেন।
শিশুটির পিতা এ প্রতিবেদককে জানান, থানায় যেতে নিষেধ করে সংগ্রাম খান ও মেম্বার ইসমাইল হোসেন রবিবার সকালে মেম্বারের বাড়ির সামনে শালিস ডাকেন। শালিশে অভিযুক্ত শরীফকে জুতাপেটা করে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ধামাচাপা দিতে মাতব্বরা অভিযুক্ত শরীফের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় অনেকেই।
এ ব্যাপারে সাবেক মেম্বার জুয়েল মিয়া জানান, ঘটনাটি তিনি জেনেছেন। শালিসে বর্তমান মেম্বার তাকেও ডেকেছিলেন। কিন্তু বিষয়টি শালিসে সমাধানযোগ্য নয় বিবেচনা করে যাননি তিনি।
প্রভাবশালী আজিজুর রহমান খান সংগ্রাম বলেন, দুপক্ষই গরিব মানুষ। তাছাড়া মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করে শালিসে অভিযুক্তকে জুতাপেটা করে ঘটনা শেষ করা হয়েছে।
ইউপি মেম্বার ইসমাইল হোসেন শালিসে অভিযুক্তকে জুতাপেটা করে সমাধানের কথা স্বীকার করে বলেন, ভূক্তভোগীর পরিবার এতে সন্তুষ্ট হয়েছে। ধর্ষণ চেষ্টার ঘটনা শালিসে সমাধানযোগ্য কিনা, এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।