পুলেরঘাট (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাঁচলগোটা বাসস্ট্যান্ড এলাকায় রিটন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটলে সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রিটন মিয়া পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের সুখিয়া বাড়ির মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১ টার দিকে কটিয়াদী উপজেলার ঘিলাকান্দি এলাকার বাদল মিয়ার বাড়ি থেকে ফিরছিলেন রিটনসহ সঙ্গীরা। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রিপনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রিটনকে কিশোরগঞ্জ এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার ভোরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে।
এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।