ঢাকাMonday , 18 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে মেঘনায় তলিয়ে যাওয়ার আটদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
July 18, 2022 6:14 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্র হাফেজ রাফিদ হাসান মাহি (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নৌ পুলিশের সহায়তায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর বেগমাবাদ এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মাহির ভগ্নিপতি ডা. ইমরান জানান, ঘটনার পর থেকে তারা ভৈরবসহ পাশের নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর, আলগী ইত্যাদি এলাকায় মেঘনার বিভিন্ন পয়েন্টে নৌকা নিয়ে অনুসন্ধান চালান। কিন্তু মাহির লাশের সন্ধান তারা করতে পারেননি। ঘটনার ৮দিন পর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। 

রাফিদ হাসান মাহি ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ রোড এলাকার ব্যবসায়ী নূরুল আমিন মজুমদারের ছেলে। তিনি রানীর বাজার শাহী মসজিদ পরিচালিত হাজী জনাব আলী আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন রবিবার সকাল ৬টার দিকে মাহি তার বাবা নূরুল আমিন মজুমদারের সাথে মেঘনা নদীর ভৈরব বাজার লোহাঘাট এলাকায় গোসল করতে যায়। সাঁতার না জানালেও ঘাটের সিঁড়িতে গোসল করার এক পর্যায়ে তলিয়ে যায় সে। 

বিষয়টি টের পেয়ে মাহির বাবা তাৎক্ষণিক ঘাটের লোকজনদের নিয়ে ছেলের সন্ধান করে ব্যর্থ হয়ে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরিদল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়েও মাহির সন্ধান করতে পারেনি।

আপনার মন্তব্য করুন