ঢাকাTuesday , 19 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ২০ ঘন্টা পর মিঠামইন হাওর থেকে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
July 19, 2022 1:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হোসাইন হিমেলের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ৪ নম্বর বক্স কালভর্টের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

হোসাইন হিমেল মিঠামইন পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা (সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের নূর মোহাম্মদের ছেলে

উল্লেখ্য, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর আগে একটি বক্স কালভার্টের নিচে শখের বশে জাল দিয়ে মাছ ধরতে যান তিনি। এক পর্যায়ে পা পিছলে হাওরের গভীরে তলিয়ে যান। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে ঈদের দুদিন পর (১২ জুলাই) বিয়ে করেন তিনি।

আপনার মন্তব্য করুন