ঢাকাTuesday , 19 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন কলেজের ছাত্র আনাস দুদিন ধরে নিখোঁজ

প্রতিবেদক
-
July 19, 2022 4:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মাইলস্টোন কলেজের এইচএসসি পরীক্ষার্থী আহসানুল আহমেদ আনাস (১৮) দুদিন ধরে নিখোঁজ রয়েছেন।

তিনি কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ সড়কের আঠারবাড়ি কাচারি এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে কলেজে যাবার উদ্দেশে বাসা থেকে বের হয় আনাস। বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে রওনা দেয় সে। রাত ৯টার দিকে পরিবারের পক্ষ থেকে তার দুটি মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে দুটি ফোনই বন্ধ পাওয়া যায়।

পরে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।

এ ব্যাপারে তার পিতা গত সোমবার কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি (নং ৮৮৬ তারিখ: ১৮/৭/২০২২) করেছেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, ১৭ জুলাই রাতে তার অবস্থান শনাক্ত করা হয় ঢাকার উত্তরখানে। কিন্তু পরে আর কোন হদিস পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সব ধরণের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন