নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কিশোরগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। অগ্রণী ব্যাংক কটিয়াদী বাজার শাখার মুহাম্মদ ছাইদুর রহমানকে সভাপতি ও মির্জাপুর শাখার ওবায়দুল হককে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বুধবার অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান জুয়েল এ কমিটির অনুমোদন দেন।
কমিটির সহ সভাপতি হয়েছেন করিমগঞ্জ শাখার শাহাদাত হোসেন লিটন, পিরিজপুর বাজার শাখার মোহাম্মদ এমদাদুল হক ভূঁইয়া, কটিয়াদী বাজার শাখার মো. ওয়াহিদুজ্জামান খান, মির্জাপুর শাখার মো. মাসউদুর রহমান ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার মোহাম্মদ আজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নিকলী শাখার ওয়ালীউল্লাহ ও মো. নূরুল হুদা। সাংগঠনিক সম্পাদক পদে কুলিয়ারচর শাখার মো. মশিউর রহমান, মির্জাপুর শাখার মো. আতিকুর রহমান রিপন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার মো. আনোয়ার হোসেন। অর্থ সম্পাদক হোসেনপুর শাখার টিটু ইসলাম, দপ্তর সম্পাদক কটিয়াদী বাজার শাখার দেবব্রত পাল, প্রচার সম্পাদক নিকলী শাখার মোহাম্মদ আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক হোসেনপুর শাখার মো. আনোয়ার জাহান, সমাজ কল্যাণ সম্পাদক নিকলী শাখার শামীম আহমেদ, আইন সম্পাদক ভৈরব শাখার মোহাম্মদ নাজমুল হুদা, সাহিত্য সম্পাদক কিশোরগঞ্জ শাখার মো. মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মির্জাপুর শাখার সৈয়দ জামিল হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মঠখোলা শাখার মো. জামাত উল্লাহ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মঠখোলা শাখার ফারজানা সুলতানা, করিমগঞ্জ শাখার মো. রেজাউল করিম, রাকিবুল মাহমুদ, হোসেনপুর শাখার মো. এনামুল হক ও বাজিতপুর শাখার মোহাম্মদ তাজুল ইসলাম।