নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৪২ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় নাটালের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ২৪২ বোতল ফেনসিডিল ও নগদ ৯ হাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন সিলেট জেলার বিশ্বনাথপুর উপজেলার ইসবপুর গ্রামের মৃত সুধীর চন্দ্র সেনের ছেলে কাজল চন্দ্র দেব (৫৫) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের মুনসের আলীর ছেলে আব্দুর রশিদ (২০)।
র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।