কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার কটিয়াদী হাসপাতাল সড়কে অভিযানটি চালানো হয়।
রোগী তথা সেবা গ্রহিতারা সঠিক সেবা পাচ্ছেন কিনা, সেটা তদারকি করার জন্য কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কটিয়াদীতে অভিযান চালায় বলে জানা গেছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, অভিযানকালে দেখা যায় রেনেসাঁ ডায়াগনস্টিক ও হসপিটালে প্যাথলজিক্যাল পরীক্ষায় নির্ধারিত ফির চেয়ে বেশি আদায় করা হচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানটির ফায়ার এক্সটিংগুইশার মেয়াদোত্তীর্ণ। অন্যদিকে মডেল হেলথ সেন্টারে গিয়েও একই চিত্র পাওয়া যায়। একইসাথে বর্জ্য ব্যবস্থাপনাও অত্যন্ত নাজুক বলে প্রতীয়মান হয়।
ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম ও কটিয়াদী থানার উপ পরিদর্শক আলী হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।