নিউজ একুশে ডেস্ক: জুতার বস্তার ভেতর অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার করার সময় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরবের।
র্যাব সূত্র জানায়, জুতার ব্যবসার আড়ালে কতিপয় মাদক ব্যবসায়ী জুতার বস্তার ভেতর গাঁজা পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল আজ শুক্রবার ভোরে ভৈরবের নাভানা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮ কেজি গাঁজা, নগদ ২২৪০ টাকা, তিনটি মোবাইল ফোনসেট ও ২১৯ জোড়া জুতাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ১ নং ওয়ার্ডের মৃত আব্দুল জব্বারের ছেলে ইকবাল (৪৩) ও ৮ নং ওয়ার্ডের নামা গোসাইপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কামাল মিয়া (৩৫)।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।