ঢাকাFriday , 22 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী গ্রেফতার

প্রতিবেদক
-
July 22, 2022 5:44 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে নেশার টাকা না দেওয়ায় স্বামী জাহিদ হাসানের (২১) ছুরিকাঘাতে স্ত্রী মিতু বেগম (১৯) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার  রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে

গুরুতর আহত মিতু বেগমকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জাহিদ হাসান উপজেলার সম্ভুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তারা ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

ঘটনায় বৃহস্পতিবার রাতেই মিতু বেগমের মা পারভিন বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ জাহিদকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয় পুলিশ

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী জাহিদ প্রায়ই নেশা করতো নেশার টাকার জন্য স্ত্রী মিতুকে মারধর করত। বৃহস্পতিবার রাতে নেশা করার জন্য মিতুর কাছে টাকা চায় জাহিদ। টাকা না দিলে তাকে ছুরিকাঘাত করে। প্রতিবেশিরা মিতুকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

ভৈরব ফাঁড়ির পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তাদের বাসায় গিয়ে জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মিতুর মা বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুরে জাহিদকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

আপনার মন্তব্য করুন