নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে রোকসানা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তার ভাগ্নে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাগ্নে মামুনকে (৩০) আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা পৌনে ২ টার দিকে কিশোরগঞ্জ শহরের হারুয়া (গুরুদয়াল সরকারি কলেজ সড়ক) এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রোকসানা হারুয়া ক্লাসিক গলি এলাকার তাইজুল ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
আটক অভিযুক্ত মামুন মিয়া পৌরসভার শোলাকিয়া এলাকার সোহরাব মিয়ার ছেলে। মামুন বসবাস করেন হারুয়া এলাকায়। পেশায় তিনি রঙমিস্ত্রী।
মামি রোকসানার সাথে মামুনের পরকিয়া সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলছিল।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরকিয়ার সম্পর্কটিও তিনি শুনেছেন বলে জানান। এ ঘটনায় মামুন নামে তার ভাগ্নেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।