নিজস্ব প্রতিবেদক: যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহরের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার ১০ টি সামাজিক সংগঠন শহরের কালীবাড়ি সড়কে এ কর্মসূচির আয়োজন করে।
পরিবেশ রক্ষা মঞ্চ (পরম), সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, নিরাপদ সড়ক চাইসহ দশটি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
পরমের সভাপতি অধ্যক্ষ শরীফ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অশোক সরকার, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
মানববন্ধনে অধ্যাপক শরীফ সাদী বলেন, কিশোরগঞ্জ শহরের যানজট এমন পর্যায়ে পৌঁছেছে, যে কারণে রিকশা, অটো, ভ্যান, মোটরবাইক, প্রাইভেট কার, ট্রাক পিঁপড়ার গতিতে চলে। রাস্তাঘাটে যে যার মত নির্মাণ সামগ্রি রেখে রাস্তা বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে ফুটপাত দখলে থাকায় হাঁটাও যায়না। এছাড়া শহরের যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ পড়ে থাকে।
তিনি পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রশস্ত করা এবং নরসুন্দা নদীতে ময়লা ফেলা ও পয়নিষ্কাশন বন্ধ করে নদীকে গতিশীল করার দাবি জানান।