ঢাকাSunday , 24 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে উদ্ধার হওয়া কাটা পা নিয়ে রহস্য

প্রতিবেদক
-
July 24, 2022 11:30 am
Link Copied!

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে মানুষের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকালে দিগদাইড় ইউনিয়নের করাতি মুচি বাড়ির সামনের সড়কের পাশ থেকে এই পা উদ্ধার করা হয়। গজ ব্যান্ডেজের কাপড় লাগানো এবং প্লাস্টিকের কাগজে মোড়ানো ছিল পাটি।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কের পাশে প্লাস্টিকের কাগজে মোড়ানো কাটা পা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরও জানান, কাটা পায়ে হাসপাতালের গজ ব্যান্ডেজের কাপড় লাগানো রয়েছে৷ এটি বেশ কয়েকদিন আগের হওয়ায় পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। অস্ত্রোপচারের মাধ্যমে কারও ফেলে দেওয়া পা হতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি বলেন, আমাদের জানা মতে এ এলাকার কেউ নিখোঁজও নেই। কোন জায়গা থেকে কোন মারামারির খবরও আসেনি।

পুলিশ কাটা পাটির সুরতহাল করেছে। এটা পুরুষের পা। একটা মরদেহের যেভাবে ময়নাতদন্ত করা হয় এটারও ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

কাটা পাটি কার, এখানে এলো কেমন করে, এসব প্রশ্ন এলাকাবাসীর।

আপনার মন্তব্য করুন