নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ৫৮০ পিস ইয়াবাসহ মুসা (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ পৌরসভার নগুয়া বটতলা এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ নগুয়া এলাকায় অবস্থান করছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের দলটি নগুয়া বটতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে বেলা সোয়া ১২ টার দিকে চেকপোস্টের কাছ থেকে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাবের দলটি পিছু নিয়ে তাকে ধরতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৮০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোনসেট ও নগদ ৮৪৫ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তার নাম মুসা বলে জানান।
তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী গ্রামের মৃত ফয়েজ আহম্মেদ এর ছেলে। তার শ্বশুরবাড়ি (শ্বশুর আব্দুল হাই) ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর খানপাড়া বলে জানান।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার মুসাকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।