নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বিএডিসির সার কেলেঙ্কারিতে দুদকের করা মামলায় দুজনকে যাবজ্জীবন ও তিনজনকে অর্থদণ্ডসহ সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ময়মনসিংহের জেলা বিশেষ জজ আদালত।
রবিবার বিকালে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ বিএডিসির (সার) সাবেক যুগ্ম পরিচালক আহাদ আলী ও ভৈরবের বিএডিসির (সার) ভারপ্রাপ্ত সহকারী পরিচালক রেজাউল করিম।
আর ৭ বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন নরসিংদীর হাজিপুর নয়াপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে মো. হারিছুল হক, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়ার মৃত চুনীলাল রায়ের ছেলে লিটন রায় ও নরসিংদীর বেলাবো এলাকার মো. মজিবুর রহমান খানের ছেলে সারোয়ারুল আলম সবুজ।
মামলার চার্জশীটভূক্ত দুই আসামি গুদাম রক্ষক মো. খোরশেদ আলম ও গুদামের সরদার মো. রতন মিয়া মামলা চলাকালে মৃত্যুবরণ করায় এ দুজনকে বিচার থেকে অব্যাহতি দেয়া হয়।
মামলায় ময়মনসিংহ দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সঞ্জীব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে মজুদ সার না থাকায় ও সারের ঘাটতি হওয়ায় বিএডিসির (সার) যুগ্ম পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ শেখ বাদী হয়ে মামলা করেন। ২৩ কোটি টাকা মূল্যের ৯৬ হাজার ২০০ বস্তা সার কম পাওয়া যায় বলে উল্লেখ করা হয়।
২০১৫ সালের ১০ জুলাই মামলায় দুদকের দেওয়া তদন্ত প্রতিবেদন চার্জশিট আদালতে দাখিল হয়।
আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে আজ রবিবার আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।