নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবদীন খান তুহিন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও ময়মনসিংহ এসডিএফ এর কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব (অব:) ও এসডিএফ ফাউন্ডেশনের চেয়ারপার্সন আবদুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক এ.জেড.এম. সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর প্রমুখ।
অনুষ্ঠানে নান্দাইলের ৬ হাজার ৪৯০জন এসডিএফ উপকারভোগী সদস্যের মাঝে ৩ কোটি ৩৪ লাখ ৫২ হাজার টাকা অনুদান বিতরণ করা হয় ।
আপনার মন্তব্য করুন