নিজস্ব প্রতিবেদক: নকল সাব স্ট্যান্ডার্ড ক্যাবল বিক্রির অভিযোগে কিশোরগঞ্জ শহরের দুটি ইলেক্ট্রনিক্স দোকানকে দুই লাখ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানটি চালায়।
কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরের বিভিন্ন দোকানে নকল ক্যাবল তার, সকেটসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য দেদারসে বিক্রি হচ্ছে। এর ফলে মারাত্মকভাবে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। এ অবস্থায় কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল ক্যাবল যা ওজনে কম এবং সাব স্ট্যান্ডার্ড ইলেক্ট্রিক পণ্য ভোক্তারা নিজের অজান্তে ব্যবহার করছেন। এতে প্রতারিত হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনার আশংকা রয়েছে বলে কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ জানান।
অভিযানকালে মেসার্স স্বর্ণা ইলেক্ট্রনিকের গোডাউনে পাওয়া যায় বিএসটিআই এর অনুমোদনহীন ক্যাবল তারের কয়েল, সুইচ, সকেট ও হোল্ডার। এছাড়া সাকিব ইলেক্ট্রনিক্সে পাওয়া যায় নকল কোম্পানীর সীলযুক্ত ক্যাবল কয়েল তার।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেসার্স স্বর্ণা ইলেক্ট্রিককে এক লাখ ও সাবিক ইলেক্ট্রনিক্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও রসমঞ্জুরি বিক্রি করায় ননী গোপাল সুইটস কেবিনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ ক্যাব প্রতিনিধি আলম সারওয়ার টিটু, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুন্নেসা পুষ্প, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য মোস্তফা কামাল ও জেলা পুলিশের একটি দল ।