হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় অংশগ্রহণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম.এ হালিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দ) মো. নজরুল ইসলাম প্রমুখ।